ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ৪টি উপজেলা কমিটি গঠন Headline Bullet রাজবাড়ীতে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে ইউএনও প্রত্যাহার দাবী Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

মেহেরপুরে শেখ হাসিনার বাড়ি উপহার পেলেন ৪২ পরিবারঃ


মেহেরপুর প্রতিনিধি \
মেহেরপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন ৪২টি পরিবার পেলেন স্থানীয় আশ্রয়স্থল। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারকে দুই শতক করে জমি ও বাড়ি দেওয়া হয়েছে। প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এক সময়ের সম্পদহীন এসব পরিবার জমি ও বাড়ির মালিকানা পেয়েছেন। সদরে ১২ টি , গাংনীতে ২৬ টি, মুজিবনগরে ৪ টি পরিবারকে ঘর দেওয়া হয় এবং বাকী ৯টি ঘর জমির মামলা সংক্রান্ত কারণে হস্তান্তর করা হয়নি। রোববার সকাল সাড়ে ১০ টার সময় প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সে উদ্বোধনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের কাছে জমি ও ঘরের মালিকানা কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।
মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে স্ব স্ব উপজেলার উপকারভোগী পরিবারের হাতে জমির মালিকানাসহ কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, এ্যাড. ইয়ারুল ইসলাম, জিয়া উদ্দিন বিশ্বাস, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও লতিফুন নেছা লতা।
এদিকে জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান মুজিবনগর উপজেলায় এবং সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর