ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক এক Headline Bullet কুমারখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী তুষারের ব্যাপক জনসংযোগ Headline Bullet কুমারখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমী আক্তার প্রচারণায় এগিয়ে Headline Bullet পুনরায় নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে রুবেলের শুভেচ্ছা Headline Bullet বরগুনার তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Headline Bullet বরগুনার তালতলীতে এইচএসসিতে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় Headline Bullet বালিয়াকান্দিতে মোবাইল চুরির অভিযোগে ৩জন গ্রেপ্তার Headline Bullet বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ Headline Bullet বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ৪টি উপজেলা কমিটি গঠন Headline Bullet রাজবাড়ীতে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে ইউএনও প্রত্যাহার দাবী

রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে অস্ত্র দিয়ে এক যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেফতার হয়েছেন। (২৮ এপ্রিল) রবিবার ভোরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। সেই সাথে দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের ১। মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের ২। মোঃশাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের ৩। রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের ৪। মোঃরনি বিশ্বাস (১৭)। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে সাব্বির সরদারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু তার বসতঘরে কিছুই পাওয়া যায়নি। ডিবি অফিসে ফিরে যাওয়ার পথে সোর্সকে পেয়ে পুনরায় জিজ্ঞাসা করলে তিনি জানান, সাব্বিরের বাড়িতে বাতাবি লেবু গাছের গোড়ায় অস্ত্র ঢেকে রাখা আছে। তখন সোর্সের কথায় সন্দেহ হলে সোর্সকে আটক করা হয়। পরে সোর্স মিরাজ শেখকে সঙ্গে নিয়ে আবারও সাব্বিরের বাড়িতে গিয়ে তার দেখানো জায়গা থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তিনি বলেন,মিরাজকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় অস্ত্রটি তাকে দয়ালনগর এলাকার শাকিল ১৫ থেকে ২০ দিন আগে রোজার মধ্যে দিয়েছে এবং বলেছে সাব্বিরকে এ অস্ত্রটিসহ পুলিশের কাছে ধরিয়ে দিতে। কাজটি সফল হলে মিরাজকে ভালো আঙ্কের টাকা দিবে শাকিল। তখন শাকিলের দেয়া অস্ত্রটি রামকৃষ্ণপুর গ্রামের মোঃআক্তার হোসেনের গোয়ালঘরের পাশে একটি লেবু গাছের নিচে পাতা দিয়ে ঢেকে রেখে পুলিশে খবর দেন অভিযুক্তরা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃহাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।


     এই বিভাগের আরো খবর