ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পাংশায় স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী ! ঘাতক স্বামী গ্রেফতার:

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালি নগর গ্রামে স্বামী মোঃ রুবেল সরদারের হাতে খুন হয়েছে স্ত্রী লিপি বেগম (২৯)। ঘাতক রুবেল সরদার একই গ্রামের ওকুল সরদারের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা রুবেল সরদারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ হত্যকারী রুবেলকে আটক করেছে।

(১৯ জানুযারী) বুধবার সকাল ৮টার দিকে রুবেল সরদারের নিজ ঘরে হাসুয়া দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। স্বামী রুবেল মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, সকালে রুবেল তার স্ত্রীকে সাজিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ঘোরা ঘুরি শেষ করে নিজ ঘরে হাসুয়া দিয়ে জবাই করেছে। তিনি মাঝে মাঝে পাগলামী করতো বলে স্থানীয়রা জানান।

মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেবে পরিচিত ছিলো রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। নিহত লিপি খাতুনের তিনটি ছেলে সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ী একই উপজেলার সাজুরিয়া গ্রামে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে সে মাছের ব্যবসা করতো। তাকে মাদকাসক্ত বলা কঠিন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে স্থানীয়রা ঘাতকে আটকে রাখায় তাদের ধন্যবাদ জানান।


     এই বিভাগের আরো খবর