ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ৪টি উপজেলা কমিটি গঠন Headline Bullet রাজবাড়ীতে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে ইউএনও প্রত্যাহার দাবী Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে আ. লীগ নেতা,সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত‍্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত‍্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বানীবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে,, রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় বাড়ি থেকে তিন শ গজ দূরে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। পরে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে পাঁচটি গুলির শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেড় হয়ে দেখি চেয়ারম্যান লতিফ মাটিতে পড়ে রয়েছে। স্থানীয়রা কয়েকজন মিলে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

আরো জানায়, গুলির শব্দ শোনার পর ঘর থেকে বেড় হই। তাৎক্ষণিক রাস্তায় বেড় হয়ে চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে। চেয়ারম্যানের কোনো সারা শব্দ না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে আরও পাঁচ সাতজন আসলে চেয়ারম্যানকে হাসপাতালে নিয়েযায়।

বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়া।
বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়া।
ইউপি সদস‍্য লতা জানায়, ২০০১ সালে তিনি বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে তাঁর নির্বাচনে অংশ গ্রহণের কথা ছিল । প্রতিপক্ষ তাঁকে হত্যা করতে পারে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেস্টা চলছে।


     এই বিভাগের আরো খবর