ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet পুনরায় নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে রুবেলের শুভেচ্ছা Headline Bullet বরগুনার তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Headline Bullet বরগুনার তালতলীতে এইচএসসিতে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় Headline Bullet বালিয়াকান্দিতে মোবাইল চুরির অভিযোগে ৩জন গ্রেপ্তার Headline Bullet বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ Headline Bullet বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ৪টি উপজেলা কমিটি গঠন Headline Bullet রাজবাড়ীতে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে ইউএনও প্রত্যাহার দাবী Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী

কুষ্টিয়া করোনা উপসর্গ গোপন করে রুগী দেখলেন ডাক্তারঃ

কুষ্টিয়া করোনা উপসর্গ গোপন করে অক্সিজেন কিনে চেম্বারের পাশে তার রুমেই চিকিৎসা নিচ্ছিলেন এবং রোগীও দেখছিলেন এক চিকিৎসক। অবশেষে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ও অক্সিজেন লেবেল নেমে আসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক। তাকে উদ্ধার করে এম্বুলেন্স যোগে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই চিকিৎসকের নাম ডাঃ মোঃ মাসুদুল হাসান খোকন। এদিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা যাওয়ার পর এবং করোনা উপসর্গ থাকায় দুশ্চিন্তায়য় পড়েছেন তার চেম্বারে আসা রোগী ও বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা।

জানাযায়, ঢাকা থেকে আগত ডাঃ মাসুদুল হাসান খোলন কুষ্টিয়ায় রোগী দেখছেন। বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়ে মেডিসিন বিশেষজ্ঞ এই চিকিৎসক চৌধুরী নুরুন নাহার হাসপাতাল ও ডক্টরসে রোগী দেখে আসছিলেন। তিনি চৌধুরী নুরুন নাহার হাসপাতালে চেম্বারে পূর্বের দেয়া সিরিয়ালের রোগী দেখতেন এবং পাশের ২০৯ নং রুমে থাকতেন। ওই হাসপাতালের কয়েকজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাক্তার মাসুদুল হাসান খোকন স্যার বেশ করেকদিন ধরে জ্বর ঠাণ্ডায় বেশ অসুস্থ হয়ে পড়েন। এরই মাঝে গত ৩ দিন আগে কয়েকজন ওষুধ কোম্পানীর প্রতিনিধি তার রুমে অক্সিজেন সিলিন্ডার ও আরো কিছু চিকিৎসা সসরঞ্জাম দিয়ে যান।

তিনি মাঝে মধ্যে অক্সিজেন নিচ্ছিলেন তবে চেম্বারে রোগী দেখা বন্ধ করেননি। এ নিয়ে নার্স ও অন্যান্য স্টাফদের মাঝে বেশ গুঞ্জন শুরু হয়। গত বৃহস্পতিবার তিনি রোগী দেখেন। এরই মাঝে রাতে শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রত নিয়ে যাওয়া হয় ঢাকাতে। এদিকে ওই চিকিৎসককে ঢাকা নিয়ে যাওয়ার পর থেকে দুশ্চিন্তায় পড়েছেন তার সাথে সেবা দেয়া নার্স, স্টাফসহ চেম্বারে আসা রোগী ও বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা।

এব্যাপারে ফোনে জানতে চাইলে হাসপাতালের পরিচালক সাহেদা খান চৌধুরী ববি বলেন, স্যার গুরুতর অসুস্থ, অক্সিজেন লেবেল খুব নেমে গেছে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রোগী দেখেছেন এবং তার করোনা পরীক্ষা করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর