ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাইক মার্কার ব্যাপক প্রচারণা Headline Bullet রাজবাড়ীতে মাদক মামলায় একজনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক এক Headline Bullet কুমারখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী তুষারের ব্যাপক জনসংযোগ Headline Bullet কুমারখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমী আক্তার প্রচারণায় এগিয়ে Headline Bullet পুনরায় নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে রুবেলের শুভেচ্ছা Headline Bullet বরগুনার তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Headline Bullet বরগুনার তালতলীতে এইচএসসিতে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় Headline Bullet বালিয়াকান্দিতে মোবাইল চুরির অভিযোগে ৩জন গ্রেপ্তার Headline Bullet বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ

রাজবাড়ীতে তিন দিন ধরে ইসলামিক রিলিফ ফিল্ড অফিস ৪০টি গরু কোরবানী দিয়ে অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে মাংস বিতরনঃ


রাজবাড়ী প্রতিনিধিঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের পর তিন দিন ধরে ইসলামিক বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে পাংশা,কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলায় ৪০টি গরু কোরবানী দিয়ে অসহায় দুস্থ ১৪শত পরিবারের মধ্যে ২ কেজি করে মাংস বিতরণ করেছেন। ১৭ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যায়ে এবছর ৪০টি গরু কোরবানী দিয়েছেন ইসলামিক রিফিল বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিস। পাংশা উপজেলাতে ৮৭৫ পরিবার,কালুখালী উপজেলাতে ৪৫৫ পরিবার ও রাজবাড়ী সদর উপজেলায় ৭০ টি অসহায় দুস্থ পরিবারের মধ্যে এ কোরবানীর মাংস বিতরণ করা হয়। ঈদের ২য় দিন রবিবার পাংশা মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ঈদের ৩য় দিন সোমবার কালুখালী উপজেলা পরিষদ চত্বরে মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম একই দিনে রাজবাড়ী সদর উপজেলাতেও এ কার্যক্রম পরিচালিত হয়। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের অফিস ইনচার্জ সুমী বিশাস বলেন এ বছর আমরা রাজবাড়ীর ৩টি উপজেলাতে ৪০টি গরু কোরবানী দিয়ে দুঃস্থ অসহায় ১৪শত পরিবারের মধ্যে ২ কেজি করে মাংস বিতরনের মধ্য দিয়ে কুরবানী প্রগ্রাম সফল ভাবে শেষ করতে পেরেছি পাংশা ২৫টি কালুখালী ১৩ ও রাজবাড়ী সদর উপজেলায় ২টি মোট ৪০টি গরু কোরবানী দেওয়া হয়েছে। বিতরণ কালে ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের সূবর্ণা খাতুন,তাসরীফ সারোয়ার,বাপ্পী শাহরিয়ার প্রমুুখ উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার এতিম শিশুরা পড়া লেখার সুজোগ পেয়েছেন, অনেক পরিবার ইসলামিক রিলিফের সুবিধা পেয়ে আজ সাবলম্বী হয়েছে।


     এই বিভাগের আরো খবর