ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান

কুমারখালীর বাধবাজারে সরকারী জায়গা দখলে প্রতিবাদ করায় শামসুজ্জামানের পরিবারের উপর বিএনপি ক্যাডারদের হামলা:

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাধবাজার স্কুল মাঠের সরকারি জমি দখলে বাধা দেওয়ার কারনে পশ্চিম নগর সাওতা গ্রামের মসজিদ কমিটির সাধারন সম্পাদক মৃত খন্দকার আক্তার উদ্দিনের ছেলে খন্দকার সামছুজ্জামান (৬০) ও তার ছেলে তুষার (২৮), আরেক ছেলে আদনান (১৮) এবং মসজিদ কমিটির সভাপতি মৃত সোনা মোল্লার ছেলে গোলাম মোর্তজা (৬২)ও তার ছেলে নাহিদ (২৫) সর্ব সাং পশ্চিম নগর সাওতা কে পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা চালিয়ে বেধরকভাবে মারপিট করে গুরুতর জখম করেছে একই এলাকার মৃত মোতাসসামের ছেলে চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু (৬০), চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মৃত মকলেসুর রহমানের ছেলে জামিম (৩৫), মৃত আকুল সেখের ছেলে মিজানুর রহমান মুসা (৪০), নাসির উদ্দিনের ছেলে শরিফ (৩৫), রাজ্জাকের ছেলে ও মুসার ভাতিজা শাকিল (২২), মৃত ওসমানের ছেলে দুলাল (৩৫), সুটকার ছেলে টিটু (৩৫), রুহুল (৩০) ও ওমর (৫৫)। অভিযোগ সুত্রে জানা যায়, কয়েকমাস আগে বাধবাজার সংলগ্ন স্কুল মাঠের ফুটবল খেলার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মান করছিলো মিজানুর রহমান মুসা সহ উল্লিখিত বিএনপির নেতা ও কর্মীরা। এ সময় এলাকার একমাত্র খেলার মাঠ অবৈধভাবে দখল করে ঘর নির্মান করতে বাধা দেয় মসজিদ কমিটির সাধারন সম্পাদক খন্দকার সামছুজ্জামান সহ এলাকাবাসীরা।এ নিয়ে মুসা সহ বিএনপির ক্যাডারদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। তারই জের ধরে গত ১০ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক মুসা সহ বিএনপির ক্যাডাররা মসজিদ আর ঈদগাহ এর জায়গা কোন কারন ছাড়াই মাপিমাপি করতে থাকে। এ সময় মসজিদ কমিটির সাধারন সম্পাদক খন্দকার সামছুজ্জামান ও সভাপতি গোলাম মোর্তজা সহ তাদের পরিবারের লোকজন দেখতে গেলে আচমকাভাবে তাদের মারপিট করে হাত পা এবং মাথা ফাটিয়ে রক্তাত্ব জখম করে।বর্তমানে আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার যথাযথ কতৃপক্ষের নিকট বিচারের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর