ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী‌তে য‌শো‌র ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের সহ‌যো‌গিহায় প্রায় ৮শত অসহায় দুঃস্থদের চি‌কিৎসা সেবা ঔষধ প্রদান:

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ মু‌জিব জন্ম শতবা‌ষির্কী উপল‌ক্ষে রাজবাড়ী‌তে বাংলা‌দেশ সেনাবা‌হিনী রাজবাড়ী সি‌ভিল সার্জনের সহ‌যো‌গিতায় সেনাবা‌হিনীর মে‌ডি‌কেল ক্যা‌ম্পেইন অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। দে‌শে ক‌রোনাভাইরা‌সের প‌রি‌স্থি‌তি‌তে যশো‌র সেনানিবা‌সের ৫৫পদা‌তিক ডি‌ভিশ‌নের ২১ পদা‌তিক ব্রি‌গেডের সা‌র্বিক ব্যাবস্থপনায় দুর্ধর্ষ দ‌শের রাজবাড়ী সদর উপ‌জেলায় আসহায় দুঃস্থদের বিনা মু‌ল্যে দিনব্যা‌পী চি‌কিৎসা‌সেবা ঔষধ প্রদান ক‌রে‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হি‌নী। য‌শো‌রের সেনানীবা‌সের ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের ২১পদা‌তিক ব্রি‌গেডের মেজর রুশাদের নেতৃ‌ত্বে ক্যাপ্টেন শুভ,ক্যা‌প্টেন সিফাত লেফটেন্যান্ট ইব্রাহীম,লেফটেন্যান্ট ওয়াসিমসহ উপ‌স্থিত থে‌কে ১০ জুলাই র‌বিবার সা‌রে ১২টায় রাজবাড়ী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের রু‌মে সেনাবা‌হিনীর নিজস্ব বি‌শেষঞ্জ ডাক্তার এবং চি‌কিৎসা কর্মী‌দি‌য়ে দুঃস্থ অসহায় রোগীদের‌কে প্র‌য়োজনীয় ও বি‌ভিন্ন রো‌গের চি‌কিৎসা সেবা দি‌য়ে বিনামু‌ল্যে ঔষধ বিতরণ ক‌রেন। য‌শো‌রের সেনানীবা‌সের ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের ২১পদা‌তিক ব্রি‌গেডের মেজর রুশাদ ব‌লেন, আমা‌দের এই দল‌টি সরকা‌রের নি‌র্দেশনা মহামারী ক‌রোনাভাইরা‌সের কার‌ণে আজ‌কে রাজবাড়ী‌র শহ‌রে আমা‌দের টিম সরকা‌রের নি‌র্দেশনা বাস্তবায়‌নে সাম‌রিক প্রশাসন‌কে সহায়তার ল‌ক্ষে রাজবাড়ী সদর উপ‌জেলায়,বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা,‌গোয়ালন্দ উপ‌জেলা,পাংশা উপ‌জেলা,কালুখা‌লি উপ‌জেলায় কাজ ক‌রে‌ছি।আমরা সহায়তার অংশ হি‌সে‌বে জনসাধারণের মা‌ঝে সামা‌জিক দুরত্ব,স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে লকডাউন নির্দেশনা স‌ঠিক বাস্তবায়নসহ স‌চেহনহামূলক দিক নি‌র্দেশনা দি‌য়ে আস‌ছি। এ পর্যন্ত রাজবাড়ীর শহ‌রের প্রায় ৮ শতা‌ধিক নারী পুরুষ রোগীদের‌কে সেবা প্রদান ও বিনামু‌ল্যে ঔষধ প্রদান ক‌রেছি।


     এই বিভাগের আরো খবর