ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাইক মার্কার ব্যাপক প্রচারণা Headline Bullet রাজবাড়ীতে মাদক মামলায় একজনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক এক Headline Bullet কুমারখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী তুষারের ব্যাপক জনসংযোগ Headline Bullet কুমারখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমী আক্তার প্রচারণায় এগিয়ে Headline Bullet পুনরায় নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে রুবেলের শুভেচ্ছা Headline Bullet বরগুনার তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Headline Bullet বরগুনার তালতলীতে এইচএসসিতে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় Headline Bullet বালিয়াকান্দিতে মোবাইল চুরির অভিযোগে ৩জন গ্রেপ্তার Headline Bullet বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ

রাজবাড়ীতে মঙ্গলবার থে‌কে সদর পৌরসভা গোয়ালন্দ ও পাংশা, পৌরসভায় ৭ দি‌নের লকডাউ‌নঃ

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী‌তে ক‌রোনা সংক্রম‌ণের হার বে‌ড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর পৌরসভা, গোয়ালন্দ ও পাংশ‌া পৌরসভায় ৭ দি‌নের লকডাউ‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ক‌রোনা সংক্রমণ প্র‌তি‌রোধ ক‌মি‌টি।

‌রোববার বিকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আয়ো‌জিত জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপ‌তি‌ত্বে প্রধান অত‌িথি হিসা‌বে বক্তব্য রা‌খেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।
পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টি‌টোন, সদর উপ‌জেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মোঃ সা‌য়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়া‌জেদ আলী, গোয়ালন্দর মেয়র মোঃ নজরুল মন্ডল প্রমূখ।

রাজবাড়ী সিভিল সার্জেন অফিস সুত্রে জানা‌যায়, গত ১৪ দি‌নে রাজবাড়ী সদ‌রে ৩৬ শতাংশ, গোয়ালন্দে ৮৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালী‌তে ৫৩ শতাংশ, বা‌লিয়াকা‌ন্দি‌তে ৭ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টি। ফ‌লে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মি‌নিট থে‌কে এ সিদ্ধান্ত কার্যক্রর হ‌বে।


     এই বিভাগের আরো খবর