ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাইক মার্কার ব্যাপক প্রচারণা Headline Bullet রাজবাড়ীতে মাদক মামলায় একজনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক এক Headline Bullet কুমারখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী তুষারের ব্যাপক জনসংযোগ Headline Bullet কুমারখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমী আক্তার প্রচারণায় এগিয়ে Headline Bullet পুনরায় নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে রুবেলের শুভেচ্ছা Headline Bullet বরগুনার তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Headline Bullet বরগুনার তালতলীতে এইচএসসিতে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় Headline Bullet বালিয়াকান্দিতে মোবাইল চুরির অভিযোগে ৩জন গ্রেপ্তার Headline Bullet বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভাইয়ের শাবলের আঘাতে বোনসহ নিহত ২:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছোট ভাইয়ের শাবলের (লোহার খুন্তি) আঘাতে নিহত হয়েছেন আপন বোন ও এক পথচারী। পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় অভিযুক্ত প্রদীপ কুমার সিং (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষ্মীতাড়া গ্রামে জোড়া খুনের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার লক্ষ্মীতাড়া গ্রামের মৃত নিখিলেস কুমার সিং এর মেয়ে লিপি রাণী সিং (৩২) ও ভাদরন্দ্র গ্রামের মনু কুমার (৫৫)।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রদীপ কুমার মানসিক রোগে ভুগছে। প্রতিদিন তাকে তার মা ও বোন ওষুধ খাওয়ান। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিপি রাণী মানসিকভাবে অসুস্থ তার ছোট ভাই প্রদীপ কুমারকে ওষুধ খাওয়াতে যায়। কিন্তু প্রদীপ কিছুতেই ওষুধ খেতে রাজী হচ্ছিলেন না। জোর করে ওষুধ খাওয়াতে চাইলে শাবল দিয়ে বোনের মাথায় আঘাত করেন প্রদীপ এবং তৎক্ষণাৎ লিপি রাণী মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির ভেতর থেকে লিপি রাণীর চিৎকার শুনে মনু কুমার নামে এক পথচারী তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময়তোকেও রড দিয়ে মাথায় আঘাত করে প্রদীপ।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। নিহত পথচারী মনু কুমার দিন মজুরের কাজ করতেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ প্রদীপকে আটক করে।

রাত ৮টায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না হলেও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হবে।


     এই বিভাগের আরো খবর