এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী উপস্থিত থেকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয় কার্যালয় থেকে রাজবাড়ীর জেলার সাংস্কৃতিক প্রতিষ্টান ও অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা মোট সাংস্কৃতিক ব্যাক্তিদের ৫০ জনের মধ্যে ১লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫টি সংস্কৃতিক প্রতিষ্টানকে ১লক্ষ ৫০হাজার টাকা করে সর্বমোট ৩লক্ষ টাকা প্রদান করে হয়।