ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

লেখক রাজু আহমেদ সরকারের অসাধারণ একটি কবিতা “ঘাত প্রতিঘাত”

কবিতার নাম
“”” ঘাত প্রতিঘাত “”
লেখক রাজু আহমেদ সরকার
—–*
কে ওখানে! কে?
আমি খোকা, তোর মা!
মাঝ রাতে যখন তোরা ফেলে গেলি!
কুষ্টিয়া রেলস্টেশনের বস্তির ধারে।
দুহাত তুলে দোয়া করেছি খোদার কাছে,
আবারো যেন থাকতে পারি খোকা তোর সাথে।
সেদিন খুব কষ্ট হয়েছিল খোকা,
বারে বারে ফিরে তাকিয়ে ছিলাম তোদের দিকে।
তোরা ফিরেও দেখলিনা তোদের মাকে,
মনে হলো হয়তো আমি বোঝা হয়ে গেছি তোদের কাছে।
কান্না চেপে রেখে বুকে,
মোনাজাত করলাম খোদার কাছে,
আমার খোকা যেন থাকে সুখে,
আমিও যেন বাঁচতে পারি অনেক দিন এই পৃথিবীতে।
হঠাৎ দেখি সেই খোকা আমার পাশে,
রেখে গেলো তোর ছেলে মেয়ে।
আমি আর খোকা আজ একই বেশে বসে আছি স্টেশনের ধারে।
ধরণীতে এমনি বিচার হবে,
হলফ করে বলতে পারি আমি রাজু সরকার,
যদি তুমি তোমার মা বাবাকে ভরণ পোষণের দায় না করো গ্রহণ,
তোমার সন্তান ও তোমাকে করবে না ভরন পোষন।
তাই দিন থাকিতে হই সাবধান,
এসো সবাই দিন থাকিতে হই সাবধান।


     এই বিভাগের আরো খবর