“মুক্ত পাখি”
জান্নাতুল ফেরদৌস জ্যোতি
মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত মানুষ
চেষ্টা করে নিজে ভালো থাকতে,,
নিজেকে ভালো রাখতে…
আর সেই ভালো থাকাটা হয় হয়তো,
কাউকে ভালোবাসার জন্যে,,
নয়তো কারো ভালোবাসা পাওয়ার জন্যে,,
কেউ ভালোবাসার জন্যেই ভালো থাকে,
আর কেউবা ভালোবাসার জন্যেই,,,
হারায় ভালো থাকার সূত্রটা।
কারো জীবনে কষ্ট কথাটা হাস্যকর,,
আর কারো জীবন সাথী।
আসলে ভালো থাকার প্রতিযোগিতায়,,
জানিনা কেই বা অপরাধী।
হ্যাঁ এখন অভিযোগটা আসবে
আমার প্রতিই।
জানিনা জীবনে কতটা ভালোবাসা চেয়েছি,,,
তবে এটা জানি আমি খুব স্বার্থপর এর মতো ভালো থাকতে চেয়েছি!!