কবিতার নাম
“””আগমনী বার্তা “””
লেখক রাজু আহমেদ সরকার
—–**
তুমি আসিলে বাংলা সনের পঞ্চম ঋতু হয়ে নববধুর বেশে।
ব্যাপক অনুভব করি তোমায়,
পৌষ আর মাঘ মাসে।
মৃত্তিকা শীতল হলো তোমার কুয়াশার আবরনে।
দিন ছোট হলো,রাত বড় হলো তোমার পরশে।
মায়ের পাশে বসে আছি,
ভাফা আর দুধ পিঠা খাবো বলে।
দলে দলে যাচ্ছে লোক ছুটে,
ছালাম চাচার বাড়ির দিকে
সকালের সুস্বাদু খেজুর রস খাবে বলে।
লাল রং এর পোষক পরে,
দেখ খেলছে লাঠিখেলা ঢোলের তালে তালে।
তীব্র শীতের প্রভাবে সবাই,
মেতেছে তাপ নিতে জ্বালিয়ে খর কাঠের আগুনে।
আগমনে তোমার জমেছে মেলা,
পথে প্রান্তরে আর হাট-বাজারে।
প্রকৃতি সেজেছে নতুন রুপে আগমনে তোমার,
তবে কেন তুমি ছেড়ে যাবে,
আবার আমাদের ছেড়ে বসন্তঋতুর আগমনে।
এমনি সত্য তুমি বহন করে চলেছো অন্তকাল ধরে ধরণীর বুকে।