ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

রাজবাড়ী বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ট

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী বার এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার সোম সভাপতি ও আনিছুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কর্মকর্তা অশোক কুমার সাহা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যৌথভাবে স্বপন-কবীর-আনিছ পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে শহিদুজ্জামান-আবুল-বারী পরিষদ অংশগ্রহণ করে।

স্বপন-কবীর-আনিছ পরিষদে আটজন জয়লাভ করে। সভাপতি পদে স্বপন কুমার সোম, সম্পাদক পদে আনিছুর রহমান, সহ-সম্পাদক পদে খান মোহাম্মদ জহুরুল হক, ক্রীড়া সম্পাদক পদে আহম্মদ আলী মৃধা (বাটু) ও কার্যনির্বাহী সদস্য পদে মাসদুল আলম, রফিকুল ইসলাম রফিক, মনোয়ারা খাতুন ও অনুপ কুমার দাস বিজয়ী হন।

শহিদুজ্জামান-আবুল-বারী পরিষদের তিনজন প্রার্থী জয়লাভ করে। তঁারা হলো সহসভাপতি পদে আবুল হোসেন মোল্লা, সহসম্পাদক পদে তসলিম আহম্মেদ তপন ও কার্যনির্বাহী সদস্য পদে রহিমা খাতুন লিলি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ী বার এসোসিয়েশন ভবন ভবনের তৃতীয়তলায় সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ সম্পন্ন হয় বিকেল ৪টায়। ১৮২ জন ভোটারের মধ্যে ১৮০ জন ভোটার ভোট দেন। সভাপতি পদে স্বপন কুমার সাহা পেয়েছেন ১০৭ ভোট। তঁার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম শহিদুজ্জামান পেয়েছেন ৭১ ভোট। সম্পাদক পদে আনিছুর রহমান পেয়েছেন ১০০ ভোট। তঁার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৮ ভোট। সহসভাপতি পদে আবুল হোসেন মোল্লা পেয়েছেন ৯০ ভোট। তঁার প্রতিদ্বন্দ্বী মোস্তফা কবীর পেয়েছেন ৮৫ ভোট। সহসম্পাদক পদে খান মোহাম্মদ জহুরুল হক পেয়েছেন ১০৬ ভোট, তসলিম আহম্মেদ তপন পেয়েছেন ৮৫ ভোট। পরাজিত দুই প্রার্থীদের মধ্যে জাহিদ হোসেন মোল্লা পেয়েছেন ৭৪ ভোট ও আবদুস সাত্তার পেয়েছেন ৬৯ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আহম্মদ আলী মৃধা বাটু। তঁার প্রতিদ্বন্দ্বী হেদায়েত উল্লাহ মিয়া পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রহিমা খাতুন ১০৬ ভোট, মাসদুল আলম ৯২ ভোট, রফিকুল ইসলাম রফিক ৯১ ভোট, মনোয়ারা খাতুন ৯০ ভোট ও অনুপ কুমার দাস ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে পরাজিতদের মধ্যে সূর্য্যকান্ত সরকার ৭৮ ভোট, সাজেদুর রহমান ইদ্রিস ৭৪ ভোট, আশরাফুল ইসলাম ৭৩ ভোট, মুহাম্মদ রকিবুল হাসান ৬৬ ও আজিজুল ইসলাম টিটু খান পেয়েছেন ৬৬ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, আইনজীবী স্বপন কুমার সোম প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা ও অনুপ কুমার দাস প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।


     এই বিভাগের আরো খবর