ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

রাজনীতি হবে না বিনিময়ে …রাজনীতি হবে ত্যাগের…এ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী সভাপতি রুলা”:

bbccrimenews”:-স্বাধীনতা শব্দটি আমার খুব প্রিয় , কাজের ক্ষেত্রে ও স্বাধীনতা কে বেছে নিয়েছিলাম কিছু না বুঝেই , যখন বিদেশে কাজ করতে গেলাম তখন বুঝেছিলাম কেন আমি আইন পেশাকে বেছে নিয়েছিলাম , এভাবে ও বলা যায় হয়ত আইনজীবী ছিলাম বলেই অন্য কোনও কাজ আমার ভাল লাগে নাই …২০০৮ আমি ছিলাম সুপ্রিম কোর্ট বার এর ট্রেজারার ,এছাড়া রাজপথে মাঠে ময়দানে থেকেছি , কার ও অজানা নয় , বিচারপতি হওয়ার জন্য ব্যারিস্টার রাফিকুল হক স্যার বললেন এভাবে ‘ ওকে উপড়ে তুলে দাও …।

এ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী সভাপতি রুলা

বলে রাখি তখন সবে আওয়ামীলীগ ক্ষমতায় . ব্যারিস্টার রফিকুল হক স্যার যাকে আমরা চেম্বার এর সবাই চাচা ডাকতাম ,তিনি অনেক আওয়ামীলীগ এর নেতাদের ছাড়িয়ে আমাদের নেত্রীর মামলা করলেন । তখন অনেকেই ১/১১ এর ভয়ে পিছুটান দিয়েছেন কিন্তু যিনি কখন ও আওয়ামীলীগ করেন নাই উনি ই বঙ্গবন্ধুর কন্যার জন্য আইন ই লড়েছিলেন … আমি বলে দিলাম সাফসাফ আমি বিচারপতি হব না আমাদের চেয়ে অনেক সেনিওর আইনজীবী রা আছেন উনাদের আগে মূল্যায়ন করেন পরে আমরা আছি …। এখন বুঝি এমন সুযোগ কেউ হাত ছাড়া করে ? আমার কিন্তু আক্ষেপ নাই …. হা আমি করেছি ,আমি ই পারি , আসলেই অনেক কিছু পারি যা অন্যেরা পারে না… ২০০৯ আমি আমার যোগ্যতায় ,আমার কাজের অবদান সরূপ আমার তদবিরে ৯ জন AAG ও DAG বানিয়েছিলাম কেন বললাম ? আমি বানিয়েছিলাম ………………। আমি হই নাই কিছু , আমি বানাতে পারি, আমি ছাড়তে পারি আমি নিতে জানিনা , আমি বরাবর দিয়েছি …..আমার আসলে কিছু হওয়ার প্রয়োজন হয় না কেন সেই আগের উপাখ্যান আমি বন্দি হতে চাই না ই …। আমি স্বাধীন চেতা , আমি চাকরির শিকলে বন্দি হলে আমার স্বকীয়তা নষ্ট হবে ,আর সর্বোপরি আমার ভাল লাগে না কাজের বিনিময়ে কিছু পেতে নিজেকে কেমন জানি স্বাধীন ভাবে কাজ করতে চেয়েছি বরাবর ই , আমার উপর আরোপিত হবে; আমি কোন মামলা করতে পারব আর কোনটা পারব না …।।এটা মেনে নিতে চাই নাই। ..আমি আইনজীবী আমার স্বাধীনতা ; আমি কোন মামলা করব আর কোনটা করব না ,এক্ষেত্রে বলে রাখা ভাল সরকারের যে কোনও পদ নিলে তাকে অনেক কিছু মানতে হবে ই mandatory যেমন সরকারের বিপক্ষে কোনও মামলা পরিচালনা করা যায় না (কিন্তু নামে বেনামে হয় ,আমি চুরি করে কিছু করা পছন্দ করি না ,আমার বাক্তিগত মতামত ) এমন কি দেশের বাইরে গেলে GO,নিতে হয় তার মানে সব ক্ষেত্রে অন্যের ইচ্ছার সাথে আমার ইচ্ছা যোগ হচ্ছে তাই আমি কাজের বিনিময়ে কিছু চাই নাই , আমি কাজ করি মনের তাগিদে ,আমি কিছু পাবার আশায় কিছু করি না তা অনেকে ই জানে ২০১৮ নতুন DAG/ AAG নিয়োগ হল … দীর্ঘ ১০ বছর বসে বসে থেকেছে দুই একজন , পদোন্নতি হয় নাই বলে, বার চেম্বার এ সময় কেটেছে অনেকের … …আপনাদের এত কথা চাকরি ছাড়েন নাই ,পেরেছেন চাকরি ছাড়তে ? এতো সহজ না লোভ সামলানো ।….. আমার হাতে দেখান হলও ২৫/৩০ এর CV কিন্তু সামনের রুম এ যখন গেলাম হাতে ধরিয়ে দেয়া হল ৭ জনের নাম …আচ্ছা আমি একটু কম বুঝি ,.. যে নিজে চায় সে অন্যকে কি দিবে ? নিজের চাহিদার তদবির করলে কি অন্যের তদবির করা যায় ? আমি চাকরির সুপারিশ করেছি অনেকের ,আমার সুপারিশ না হলে DAG এর মুখ অনেকের ই দেখতে হতোনা …. তাই বলি স্বাধীন বলেই এতকথা বলতে পারি ,,সরকার এর কোনও পদ দখল করি নাই ,আমি সরকারের বেতন ভুক্ত না কখন ও ছিলাম না কিন্তু আমার অবদান কি আছে তা নূতন করে বলতে চাই না ,আমি বুঝি আমি চাকরি করলে আমাকে দায়িত্ব নিতেই হবে ,জবাব দীহিটা থাকতেই হবে …।।চাকরি করব কিন্তু জবাব দীহি করব না ……।।তা ত হয় না …………চলবে


     এই বিভাগের আরো খবর