ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

থানার সামনেই রিক্সা থেকে চাদাঁবাজি,মোড় ঘুরলেই ১০ টাকা

রাজধানীর ভাটারা থানার সামনে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে গরীবের বাহন রিক্সা থেকে। বারিধারা নতুন রাস্তা পার হয়ে ভাটারা থানার সামনে রিক্সা ঘুরাতে হলে প্রতিবারে রিক্সা চালককে ১০ টাকা করে দিতে হয়। প্রায় ৮০০ রিক্সা থেকে দৈনিক ১০ টাকা করে হলেও ৮ হাজার টাকা চাঁদা ওঠে। আজ শনিবার (১১ জানুয়ারী ২০২০) সকাল ১১টার দিকে আমরা থানার উল্টো পাশে ফুটপাথে দাড়িয়ে চা খেতে খেতে এমন দৃশ্য নজরে আসে।

ওই সময় একজন বৃদ্ধ রিক্সাওয়ালার জোরে জোরে কথা কাটাকাটি শুনে এগিয়ে গিয়ে দেখা গেল, একজন যুবক তার কাছ থেকে টাকা নিচ্ছেন। সেই বৃদ্ধ রিক্সাওয়ালা টাকা দিতে চাচ্ছিলেন না। পরে একটু দুরে গিয়ে মোবাইল ওপেন করে ভিডিও করতে থাকলে ধরা পরে চাঁদাবাজির এই দৃশ্য। চাঁদা আদায়কারী মিজান বলেন, রিক্সাগুলো সোজা করে দাঁড় করাতেই তার এই ১০ টাকা করে আদায় করা। 

তার মতো আরো ৪ জন লাইনম্যান আঝে যারা ভোর থেকে রাত অবধি এই টাকা আদায় করেন। দৈনিক ৮০০০ করে টাকা চাঁদা ওঠালে মাসে আসে ২৪০০০০০/(দুই লাখ চল্লিশ হাজার) টাকা। এই টাকার ভাগ কোথায় কোথায় যায় সেটা বলতে চাননি লাইনম্যানরা। তবে সাধারন মানুষের কাছ থেকে জানা যায়, পুলিশের নাগালের মধ্যে এমন চাদাবাজিঁ হচ্ছে আর পুলিশ জানেনা- এমনটা হতেই পারেনা।

কালের কণ্ঠ


     এই বিভাগের আরো খবর