ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

এন আইডি জালিয়াতি মামলায় শহর যুবলীগের বহিস্কৃত আহবায়ক আসফুজ্জামান সুজন গ্রেফতারঃ

জেলা পুলিশ এর একটি চৌকস টিম কুষ্টিয়া শহর যুবলীগের বহিষ্কারকৃত নেতা আাসরাফুজ্জাম সুজন গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা যায় তার নিজ এলাকায় শ্বশুর বাড়ি আবস্থানরত অবস্থায় তাকে আটক করে।তবে আটকের পর পরই তার নিজ এলাকাসহ সারা কুষ্টিয়া শহরে গুঞ্জনের আভাস শুরু হয়।কেননা এলাকাবাসী ও আসে পাসে খোঁজ নিয়ে যানাযায় তারা মনে করেন একস সুজনের মতে সামান্য একজন শহরের নেতার দ্বারা এই জালিয়াতি করা সম্ভব নয়।আনেকে মনে করছেন সুজেনের সাথে অনেক বড় নেতার সক্ষতা রয়েছে। তাদের মধ্যেই আরো কেউ তার সাথে জরিত এটা সচেতন মহল মনে করেন।তবে এনআইডি জালিয়াতির মতো রাষ্ট্রদ্রহ মামলায় সহরের ও সমাজের যতো প্রভাবশালী লোক হোকনা কেন তাকে সাঁজা পেতেই হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহাবুব উল আলম হানিফ সাহেবের এলাকা এখানে অন্যায়কারী দুরের কথা কেউ অন্যায় করলে মেনে নেননা।তাই কুষ্টিয়াবাসী তার দৃষ্টি আকর্ষণ করছেন এনআইডি র মতে জালিয়াতি মামলায় যারা জরিত তাদের অবশ্যয় আইনের আওতায় এনে উপযুক্ত সাঁজা দিবেন এটাই কুষ্টিয়া বাসী আকাঙ্খা।এই ধারাবাহিক নিউজের আরো বিস্তারিত তথ্য নিয়ে আসলহ হোতার খোঁজ না পাওয়া পর্যন্ত এর ধারাবাহিকতা চলতে থাকবে আপনারা আমার সাথেই থাকুন।থলের বিড়াল বেড় হবেই ইনশাআল্লাহ।


     এই বিভাগের আরো খবর