ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

রাব্বি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার:

গাজীপুরে বহুল আলোচিত ওমর ফারুক ওরফে রাব্বি বাবু হত্যার ঘটনায় এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। মঙ্গলবার ভোরে তাদের গাজীপুর মহানগরীর দক্ষিণ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন, গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর এলাকার মো. সুলায়মানের ছেলে ইন্তেখাব চৌধুরী জিসান (১৮) ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ফজলে রাব্বী রানা (২৪)। মঙ্গলবার বিকেলে গাজীপুর পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, গত ২৫ মে সকালে নগরীর চতর ছোটবাড়ী এলাকার স্বপ্ননীড় প্রজেক্টের ভিতর মো. ওমর ফারুক ওরফে রাব্বি বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পর দিন নিহতের মা গ্রেপ্তারকৃত দুই আসামিসহ সাতজনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি গাজীপুর পিবিআই তদন্ত শুরু করে। পরে পিবিআই গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ওই দুই আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার গাজীপুর আদালতে হাজির করা হলে তারা মো. ওমর ফারুক ওরফে রাব্বি বাবুকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর