ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

রাজবাড়ী‌তে য‌শো‌র ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের সহ‌যো‌গিহায় প্রায় ৮শত অসহায় দুঃস্থদের চি‌কিৎসা সেবা ঔষধ প্রদান:

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ মু‌জিব জন্ম শতবা‌ষির্কী উপল‌ক্ষে রাজবাড়ী‌তে বাংলা‌দেশ সেনাবা‌হিনী রাজবাড়ী সি‌ভিল সার্জনের সহ‌যো‌গিতায় সেনাবা‌হিনীর মে‌ডি‌কেল ক্যা‌ম্পেইন অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। দে‌শে ক‌রোনাভাইরা‌সের প‌রি‌স্থি‌তি‌তে যশো‌র সেনানিবা‌সের ৫৫পদা‌তিক ডি‌ভিশ‌নের ২১ পদা‌তিক ব্রি‌গেডের সা‌র্বিক ব্যাবস্থপনায় দুর্ধর্ষ দ‌শের রাজবাড়ী সদর উপ‌জেলায় আসহায় দুঃস্থদের বিনা মু‌ল্যে দিনব্যা‌পী চি‌কিৎসা‌সেবা ঔষধ প্রদান ক‌রে‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হি‌নী। য‌শো‌রের সেনানীবা‌সের ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের ২১পদা‌তিক ব্রি‌গেডের মেজর রুশাদের নেতৃ‌ত্বে ক্যাপ্টেন শুভ,ক্যা‌প্টেন সিফাত লেফটেন্যান্ট ইব্রাহীম,লেফটেন্যান্ট ওয়াসিমসহ উপ‌স্থিত থে‌কে ১০ জুলাই র‌বিবার সা‌রে ১২টায় রাজবাড়ী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের রু‌মে সেনাবা‌হিনীর নিজস্ব বি‌শেষঞ্জ ডাক্তার এবং চি‌কিৎসা কর্মী‌দি‌য়ে দুঃস্থ অসহায় রোগীদের‌কে প্র‌য়োজনীয় ও বি‌ভিন্ন রো‌গের চি‌কিৎসা সেবা দি‌য়ে বিনামু‌ল্যে ঔষধ বিতরণ ক‌রেন। য‌শো‌রের সেনানীবা‌সের ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের ২১পদা‌তিক ব্রি‌গেডের মেজর রুশাদ ব‌লেন, আমা‌দের এই দল‌টি সরকা‌রের নি‌র্দেশনা মহামারী ক‌রোনাভাইরা‌সের কার‌ণে আজ‌কে রাজবাড়ী‌র শহ‌রে আমা‌দের টিম সরকা‌রের নি‌র্দেশনা বাস্তবায়‌নে সাম‌রিক প্রশাসন‌কে সহায়তার ল‌ক্ষে রাজবাড়ী সদর উপ‌জেলায়,বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা,‌গোয়ালন্দ উপ‌জেলা,পাংশা উপ‌জেলা,কালুখা‌লি উপ‌জেলায় কাজ ক‌রে‌ছি।আমরা সহায়তার অংশ হি‌সে‌বে জনসাধারণের মা‌ঝে সামা‌জিক দুরত্ব,স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে লকডাউন নির্দেশনা স‌ঠিক বাস্তবায়নসহ স‌চেহনহামূলক দিক নি‌র্দেশনা দি‌য়ে আস‌ছি। এ পর্যন্ত রাজবাড়ীর শহ‌রের প্রায় ৮ শতা‌ধিক নারী পুরুষ রোগীদের‌কে সেবা প্রদান ও বিনামু‌ল্যে ঔষধ প্রদান ক‌রেছি।


     এই বিভাগের আরো খবর