ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

রাজবাড়ীর বালিয়াকান্দি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলার অভিযোগ:


রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলার অভিযোগ উঠেছে।
গৃহকর্তা সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান বলেন, আমার ছেলে মোঃ খুরশিদ আলম সুমন ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। শনিবার দুপুরে ঢাকা থেকে তার মাকে সাথে নিয়ে বাড়ী ফিরছিল। বালিয়াকান্দি বাজারের অটোস্ট্যান্ডে এসে পাইককান্দি গ্রামের চিহিৃত রাজাকার মোয়াজ্জেম হোসেন মটর শিকদারের ছেলে অহিদ শিকদারের অটো রিজার্ভ করতে চাইলে সে ১৫০ টাকা ভাড়া চায়। আমার ছেলে যেতে না চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হাতুরী দিয়ে মারপিট করতে গেলে লোকজন বাধা প্রদান করে। পরে তাকে একটি ভ্যানে তুলে দেয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অহিদ শিকদারের নেতৃত্বে ৩০-৪০জন আমার বাড়ীতে হামলা চালিয়ে দরজা,জানালা ভাংচুর করাসহ বসত ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে গৃহকর্তা সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান বাদী হয়ে রাতেই বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত অহিদ শিকদারের সাথে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান আমাকে অবগত করেছেন। বিষয়টি থানার ওসিকে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য রাজাকারের প্রেত্নারা বেড়ে গেছে। এর একটি সঠিক বিচার হওয়া প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর