ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চালককে জুস খাইয়ে অজ্ঞান করে অটো নিয়ে চম্পট:

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে ব্যাটারী চালিত অটোবাইক চালককে জুস খাইয়ে অজ্ঞান করে অটো বাইক নিয়ে চম্পট দিয়েছে দুইজন। শনিবার বিকালে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছে।

বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ মুনছুর মোল্যার ছেলে অটোবাইক চালক মো: সবুজ মোল্লা (২০) জানায়, আমি পেশায় একজন অটোচালক। কিস্তিতে অটো ক্রয় করে জীবিকা নির্বাহ করি। গত ৯ ফেব্রুয়ারী মাকে ডাক্তার দেখানোর জন্য যাই। দেরী হওয়ার কারণে আমি ভাড়া মারতে থাকি। অনুমান সকাল ১১ টার দিকে রাজবাড়ী বড়পুল থেকে দুইজন অপরিচিত লোক অনুমান বয়স ২৩ ও ৩৫ বছর। বালিয়াকান্দিতে আসার কথা বলে গাড়ী ৫শত টাকায় রিজার্ভ করে। পরবর্তীতে অনুমান বেলা ৩ টার সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে তারা দুইজন আমাকে জোর করে জুস খাওয়ায়। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। তারা আমার নিকট থেকে একটা মোবাইল ফোন যার সিম নম্বর ০১৮৮০ ৪৬৪৯৭৩, ০১৮৩১৬২০৮৫৪, যার ওগঊও ঘড় ১: ৮৬৯৬১৭০৩৩২৬৮১৪৬, ওগঊও ঘড় ১: ৮৬৯৬১৭০৩৩৩৪৮১৪৬ লাল ও খয়েরী রংয়ের সিরিয়াল নং-২০/৬৯, চ্যাসিস নং ণউঘঊঐঅ ০১৩১৭৯ অটোবাইকটি নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে দেখে চিনতে পেরে আমাকে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে ১১ ফেব্রুয়ারী আমি জ্ঞান ফিরে দেখি রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছি। একমাত্র উপার্জনের উৎস অটোবাইকটি খোয়া যাওয়ায় এখন চোখে অন্ধকার দেখছি। পরে সুস্থ হয়ে শনিবার বিকালে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।


     এই বিভাগের আরো খবর