ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

রাজবাড়ীর পাংশায় ৫ ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ টি নৌকা ২ টি বিদ্রোহি

রাজবাড়ী প্রতিনিধি

৫ম ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন হয়েছে।১০টির মধ্যে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। বাকি ২ ইউনিয়নেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী।

বুধবার (৫ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বেসরকারিভাবে ঘোষিত এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ (নৌকা) ৮ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম (আনারস) পেয়েছে ৭ হাজার ৮২১ ভোট।

কলিমহর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ বিলকিছ বানু (নৌকা) ৩ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বিধান কুমার বিশ্বাস (আনারস) পেয়েছে ৩ হাজার ৪৫৮ ভোট।

সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার (নৌকা) ৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহম্মদ হোসেন (আনারস) পেয়েছে ৪ হাজার ৭৬৫ ভোট।

পাট্টা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রব বিশ্বাস (নৌকা) ৬ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান বরকত (মোটরসাইকেল) প্রতীক পেয়েছে ৫ হাজার ১৯৫ ভোট।

বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমান আলী সরদার (নৌকা) ৫ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম সরোয়ার (ঘোড়া) ৪ হাজার ১৯২ ভোট পেয়েছে।

মৌরাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান (নৌকা) ৭ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস (ঘোড়া) পেয়েছে ৩ হাজার ২৬৮ ভোট।

মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (নৌকা) ৮ হাজার ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম খা(আনারস) পেয়েছে ১ হাজার ৯৭৮ ভোট।

যশাই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন (নৌকা) ৬ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান (আনারস) পেয়েছে ৫ হাজার ৬৮৬ ভোট।

বাহাদুরপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) মোঃ সজিব হোসেন (মোটর সাইকেল) প্রতীক ৬ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত মোঃ হুমায়ুন কবীর শাকিল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৬৫৬ ভোট।

হাবাসপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মামুন খান (চশমা) ৮ হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আলিম (নৌকা) পেয়েছে ৬ হাজার ৯৫৭ ভোট।

উল্লেখ্য, ১০টি ইউপির নির্বাচনে ৪৯জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৪৯৩ জন চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।


     এই বিভাগের আরো খবর