ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ৪টি উপজেলা কমিটি গঠন Headline Bullet রাজবাড়ীতে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে ইউএনও প্রত্যাহার দাবী Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে মঙ্গলবার থে‌কে সদর পৌরসভা গোয়ালন্দ ও পাংশা, পৌরসভায় ৭ দি‌নের লকডাউ‌নঃ

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী‌তে ক‌রোনা সংক্রম‌ণের হার বে‌ড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর পৌরসভা, গোয়ালন্দ ও পাংশ‌া পৌরসভায় ৭ দি‌নের লকডাউ‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ক‌রোনা সংক্রমণ প্র‌তি‌রোধ ক‌মি‌টি।

‌রোববার বিকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আয়ো‌জিত জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপ‌তি‌ত্বে প্রধান অত‌িথি হিসা‌বে বক্তব্য রা‌খেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।
পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টি‌টোন, সদর উপ‌জেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মোঃ সা‌য়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়া‌জেদ আলী, গোয়ালন্দর মেয়র মোঃ নজরুল মন্ডল প্রমূখ।

রাজবাড়ী সিভিল সার্জেন অফিস সুত্রে জানা‌যায়, গত ১৪ দি‌নে রাজবাড়ী সদ‌রে ৩৬ শতাংশ, গোয়ালন্দে ৮৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালী‌তে ৫৩ শতাংশ, বা‌লিয়াকা‌ন্দি‌তে ৭ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টি। ফ‌লে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মি‌নিট থে‌কে এ সিদ্ধান্ত কার্যক্রর হ‌বে।


     এই বিভাগের আরো খবর