ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে


২জন গুলিবিদ্ধ সহ আহত ৪

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গুলিবিনিময়ে রাজ কুমার সরকার ও সুরান মন্ডল নামে ২জন গুলিবিদ্ধ সহ ৪জন আহত হয়েছে।
তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকাল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের অধীর কুমার রায়ের ছেলে অশোক রায় বলেন, দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা ৫জন লোক এসে ১লক্ষ ২০ হাজার টাকা চাঁদার দাবীতে মারধোর করে। পাশেই মাধব ঘোষ দাড়িয়ে ছিল। বিকাল ৩টার দিকে এলাকার লোকজন খবর পেয়ে সমাধিনগর বাজারে আসেন। আমার সাথে কথা বলার সময় মাধব ঘোষ ওখান দিয়ে যাচ্ছিল। তার কাছে শোনা মাত্র লোকজনের উপর হামলা চালায়।
মাধব ঘোষ ও তাদের লোকের ছোড়া গুলিতে রাজকুমার সরকারের পায়ে ও সুরান মন্ডলের পেটে গুলিবিদ্ধ হয়। এসময় আরও দুইজনকে কুপিয়ে আহত করে।এলাকাবাসী গুলির আওয়াছ পেয়ে এগিয়ে এসে ধাওয়া দেয় মোটরসাইকেল ফেলে মাদবসহ তার লোকজন পালিয়ে যায়, এসময় ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল ৩ টি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আহতদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানা সুত্রে জানাযায়,২জন গুলিবিদ্ধ ও ২জনকে কুপিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর