ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

মেহেরপুরের গাংনীতে ১০টি ইটভাটায় ৬০ লাখ টাকায় জরিমানা। ভাঙ্গা হয়েছে কয়েকটি ইট ভাটা

মেহেরপুর প্রতিনিধি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়ায় মেহেরপুরে পরিচালিত হচ্ছে শতাধিক ইটভাটা। ২০১৩ সালে এসব ইটভাটাকে সরকারী ভাবে অবৈধ ঘোষনা করা হয়। তারপরও প্রশাসনিক তদারকি না থাকায় বছরের পর বছর চলছে এসব ভাটা। প্রতিবছরই হাজার হাজার মন কাট পোড়াচ্ছে ইটভাটা গুলো তবে আজকের চিত্রটা একটু ভিন্ন ছিলো । গতকাল পাশ্ববর্তী জেলায় বেশ কিছু ইট ভাটায় জরিমানা করায় মেহেরপুরের অধিকাংশ ইট ভাটায় সামনে কয়লার স্তুপ লক্ষ্য করা যায়।
মেহেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অর্থদন্ড সহ ভেঙ্গে দেওয়া হচ্ছে ইট ভাটা। তবে অবৈধ কোন ইটভাটা চালাতে দেওয়া হবে না বলছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ১০ টার সময় থেকে শুরু করে দিনব্যাপী মেহেরপুরের গাংনীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১০টি ইটভাটায় জরিমানা আদায় করা হয়েছে ৬০ লাখ টাকা। ভেঙ্গে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ইট ভাটা।

জরিমানা আদায়কৃত ইট ভাটা গুলো হচ্ছে জেলার গাংনী উপজেলার আকুবপুর গ্রামের এম ভি ব্রিকস এর ৬ লক্ষ টাকা,শুকুর কান্দী সমতা ব্রিকস ৮ লক্ষ,রুপসা ব্রিকস ৭ লক্ষ,থ্রি ষ্টার ৪ লক্ষ,তমা ব্রিকস ৭লক্ষ,একতা ৬ লক্ষ,মহাম্মদপুরে ব্রেস্ট ব্রিকস ৫ লক্ষ,জনতা ব্রিকস ৬ লক্ষ, হোগলবাড়ীয়া গ্রামের ভিশন ব্রিকস এর ৭ লক্ষ এবং বস ব্রিকস এর ৪ লক্ষ মিলে সর্বমোট ৬০ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম‍্যমান আদালত এবং তা পর্যায়ক্রমে জেলার সকল ইট ভাটায় এই অভিযান চলবে বলেও জানান ভ্রাম‍্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু হাসান।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আবু হাসান।
এসময় আদালতের সাথে ছিলেন, পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক, মোহাম্মদ আতাউর রহমান, পরিদর্শক কমল বর্মণ। ভ্রামামান আদালতকে সহযোগীতা করেন, র‍্যাব ৬ এর সদস্য সহ পুলিশ বাহিনীর সদস‍্য ও বামন্দী ফায়ারসার্ভিসের সদস‍্যরা।


     এই বিভাগের আরো খবর