ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

মুজিবনগরে ত্রি-মুখি সংঘর্ষে নিহত-৩ ।। আহত-২ঃ

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ মানিকনগর গ্রামে প্রধান সড়কে ২টি মোটরসাইকেল ও একটি স্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে ত্রি-মুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুইজন । বৃধবার দুপুরে এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার সোনাপুর মাঝেরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২) ,মিনারুল ইসলামের ছেলে শামিম রেজা(২১) ও গাড়াডোব গ্রামের নিহাজুল ইসলামের ছেলে মুস্তাক (২০)।

এসময় আহতহন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুর রশিদের ছেলে রকিবুল ইসলাম(২৫) এবং আলমপুর গ্রামের সামজান আলীর ছেলে ওমর ফারুক(২৪)। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিয়াদ হোসাইন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেস জানান, নিহতরা মেহেরপুর মুজিবনগর সড়কের কেদারগঞ্জ মানিকনগর এলাকায় পৌছালে দুই দিক থেকে দুটি দ্রতগামী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় শাকিল ও শামিম। এসময় আহত হয় তিনজন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মুস্তাকের মৃত্যুর বিষয়টি করেন । দুর্ঘটনা এলাকায় পুলিশের একটি টীম পরিদর্শন করেন এবং দুটি মোটরসাইকেল জব্দ করেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর