ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

বিধিনিষেধ না মানায় রাজবাড়ীর গোয়ালন্দে লক ডাউনের ৮ম দিনেও ১৩ জনকে জরিমানাঃ

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর গোয়ালন্দে কঠোর লকডাউন না মানায় সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত ১৩ টি মামলায় ১৩ জনকে ২৬০০’শত টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত।(৮ জুলাই) বৃহস্পতিবার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা, মহাসড়ক, গোয়ালন্দ বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসারদের সাথে নিয়ে টহল দিতে দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় এসব ব্যক্তিকে জরিমানা করা হয়। উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার বিভিন্ন জায়গায় দোকান খোলার অপরাধে, মাস্ক ব্যবহার না করায়, স্বাস্থ্যবিধি না মানায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে, সেনাবাহিনীর সদস্য,পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর