ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

বালিয়াকান্দি হাসপাতালে ২দিন ধরে পানি নেই ॥ রোগী ও স্টাফদের চরম দুর্ভোগ


রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাম্প বিকল হওয়ায় ২দিন ধরে পানি না থাকার কারণে হাসপাতালে ভর্তি রোগী, স্বজন ও কোয়াটারে বসবাসরত স্টাফদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল অভ্যন্তরে সব গুলো টিউবয়েল দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও সচলের নেই কোন উদ্যোগ। একটি টিউবয়েল এখন ভরসা হয়ে দাড়িয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বালিয়াকান্দি হাসপাতালের প্রবেশ গেইটের পাশে একটি টিউবয়েল সচল। সেখান থেকেই পানি নিচ্ছে। হাসপাতাল কোয়াটারসহ হাসপাতাল অভ্যন্তরে অন্যান্য টিউবয়েল গুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। বাথরুম গুলো নোংরা পরিবেশ ও দুগর্ন্ধ বের হচ্ছে। নতুন ভবনে ফ্যান অকেজো হয়ে পড়েছে। ২দিন ধরে পানি না থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের জরুরী বিভাগ সুত্রেজানাগেছে, হাসপাতালে ভর্তি রয়েছে ২৫জন রোগী। সাথে আছে তার স্বজনরা। কোয়াটারে বসবাসরত আছে হাসপাতালের স্টাফ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের আবুল কাসেম বলেন, সাবান পানি দিয়ে হাত ধুয়ে হাসপাতালে প্রবেশের জন্য হ্যান্ড ওয়াশ নির্মিত হলেও পানি নেই। এ কারণে হাত না ধুয়েই হাসপাতালে যেতে হলো।
হাসপাতালে চিকিৎসাধীন ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের খাদিজা বেগম, আইয়ুব মোল্যা, বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের কবিতা বেগম, নবাবপুর ইউনিয়নের মেচুয়াঘাটা গ্রামের আনোয়ারা বেগম বলেন, আজ ২দিন ধরে পানি নেই। বাথরুম দিয়ে দুগর্ন্ধ বের হচ্ছে। নিয়মিত পরিস্কার করা হয় না। ফ্যান চলে না। প্রচন্ড গরমের কারণে এখন হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী হয়ে ফিরে যেতে হবে বলে মনে হচ্ছে।
হাসপাতাল কোয়ার্টারে বসবাসরত কয়েকজনের সাথে কথা বললে তারা নাম না প্রকাশের শর্তে বলেন, হাসপাতাল কোয়াটারে কোন টিউবয়েল নেই। যা ছিল তাও অকেজো হয়ে রয়েছে। পাম্প নষ্ট হওয়ার কারণে ২দিন পানি নেই। পানি না থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন, হাসপাতালের পাম্প নষ্ট হওয়ার সাথে সাথে মেকানিক এনে ফরিদপুরে পাঠানো হয়েছে। আজকেই পৌছে যাবে বলে আশা রাখি। বিকল্প হিসেবে আরো একটি পাম্প বসানোর পরিকল্পনা হাতে নিয়েছি।


     এই বিভাগের আরো খবর