ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

বালিয়াকান্দির ৪ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অফিস, মোটরসাইকেল, ভাংচুর ও কর্মীদের মারধরের অভিযোগ ॥ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৬ জনের

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর ও অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে।

বহরপুর ইউনিয়নের তেতুলিয়া, নতুনচর, আড়কান্দি এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের অফিস ভাংচুর করা হয়েছে। এসময় প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানো হয়। খলিলুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নবাবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর অফিসে হামলা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জাহিদুল ইসলাম বাদী হয়ে সাদ্দামসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ দেওয়া হয়।

জঙ্গল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্র নাথ বিশ্বাসের কর্মী অনুপ বিশ্বাসকে মারধর ও তার মোটরসাইকেলটি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সাড়ে সাতটার দিকে ইউনিয়নের সমাধিনগর বাজারে এ ঘটনা ঘটে। অনুপ বিশ্বাসের অভিযোগ, ইতিপূর্বে তাকে নৃপেন্দ্র নাথ বিশ্বাসের পক্ষে কাজ না করতে হুমকি দেওয়া হয়েছিল। তিনি থানায় অভিযোগ করায় এ হামলা চালানো হয়েছে।

এছাড়া ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ আলী সমর্থকদের মারধর করার অভিযোগে হাফিজুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবেনা। আইননাযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার বহরপুর, জামালপুর, নবাবপুর ও বালিয়াকান্দি সদর এ চারটি ইউনিয়নের ১৬ জন প্রার্থীকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান তিনজনকে এবং রাজবাড়ীর নির্বাহী ম্যাজিসেট্রট বিপুল শিকদার ১৩ জনকে এ দন্ড দেন।

বিপুল শিকদার জানান, মোটরসাইকেল শোভাযাত্রা, দেওয়ালে পোস্টার লাগানোসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর