ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

বরগুনা তালতলীতে পূর্ব শত্রুতার জেরে, ফসলের সাথে শত্রুতা:

মংচিন থান,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পূর্ব শত্রু তার জেরে এক কৃষকের ১ বিঘা জমির ধান গাছ বিনষ্ট করা হয়েছে। উপজেলার দঃ গাব বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আঃলতীফের ছেলে ফেরদৌস জানান, একই এলাকার ইউনুস গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইউনুস আকন(৫০) ও তার ছোট ভাই আবুবকর আকন(৪০) কেরোসিন দিয়ে স্প্রে করে তার ধান ক্ষেত পুড়িয়ে সাবাড় করে দিয়েছে। ভুক্তভোগী জানান,ফসলের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন। সরোজমিনে গিয়ে দেখা যায়,ফেরদৌস এর চাষাবাদকৃত ক্ষেতটি পুড়ে সম্পুর্ন বিনষ্ট হয়েগেছে। প্রত্যক্ষদর্শী আঃলতিফ ও সোবাহান জানান,আমরা দেখেছি একদিন বিকেলে ইউনুস ও আবুবকর স্প্রে করতেছে।এরপর থেকেই ধানের গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এ বিষয়ে তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআরিফুর রহমান জানান, তিনি ক্ষতিগ্রস্থ ক্ষেতটি পরিদর্শন করে সকল সহযোগীতা আইনানুগ ব্যাবস্থা নিবেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া জানান,এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর