ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

পূজার শাড়ী পছন্দ না হওয়ায় বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্নহত্যা:

রাজবাড়ী প্রতিনিধিঃ পূজার শাড়ী পছন্দ না হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধু স্বামীকে ফোন দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। ওই গৃহবধুর নাম, দুলালী রানী বালা (৩২)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের বিপুল কুমার বালার স্ত্রী।
পারিবারের লোকজন বলেন, শনিবার গৃহবধু দুলালী রানী বালা তার স্বামীর সাথে বালিয়াকান্দি বাজারে পূজার শাড়ী ক্রয় করতে আসে। শাড়ী ক্রয় করে বাড়ীতে চলে যায়। তবে শাড়ী তার পছন্দ না হওয়ায় স্বামীকে আবারও নতুন শাড়ী নিতে বাজারে পাঠান। শাড়ীটি পুনরায় নিয়ে মায়ের কাছে দিয়ে পূজা দেখতে যায়। এসময় গৃহবধু দুলালী তার স্বামীকে ফোনে বলে সে নিজ বসত ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করছে। খবর পেয়ে দ্রুত বাড়ীতে এসে দরজা খুলতে বলে। সে দরজা না খুলে আত্নহত্যা করবে বলে কথা বলতে থাকে, একপর্যায়ে ফ্যানের সাথে গলায় ফাঁস নিলে বাইরে থেকে টের পেয়ে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনে। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ঢাকা নেওয়ার পথে মারা যায়। রবিবার সকালে থানা পুলিশ এসআই আসাদুজ্জামান রিপন জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর