ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪ Headline Bullet রাজবাড়ীর কালুখালীতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার Headline Bullet ডিলার-খাদ্য কর্মকর্তার বিরোধে চাল পাচ্ছে না ৫শত ওএমএস কার্ডধারী Headline Bullet রাজবাড়ীতে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,—রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম Headline Bullet কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্ত হতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত Headline Bullet শ্রমিক লীগ নেতার গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার Headline Bullet বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুদানের চেক বিতরণ

মংচিন থান পটুয়াখালী থেকে।।
পটুয়াখালী ও বরগুনা জেলার
অবস্থিত বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী “ত্রাণ ও কল্যাণ তহবিল” হইতে প্রাপ্ত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। ১১আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০টা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেন। ট্রাস্টের ভাইস – চেয়ারম্যান মি:সুপ্ত ভূষণ বড়ুয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান,ট্রাস্টি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মিসেস ববিতা বড়ুয়া,ট্রাস্টি মি: জ্যোতিষ সিংহ,সাবেক ট্রাস্টি মি: খেমংলা তালুকদার, ট্রাস্টের সচিব মি: জয় দত্ত বড়ুয়া,সমাজ সেবক মি:অরুন কুমার বড়ুয়া,রাখাইন নেত্রী নিউ নিউ খেইন,পটুয়াখালী বৌদ্ধ বিহারের সভাপতি মি:মংখেহাং,কুয়াকাটা নয়া পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চিনমংসে, তালতলী কবিরাজ পাড়া শীলসূখ বৌদ্ধ বিহারের সভাপতি মি:জোলেন,মনুখেপাড়া ধর্ম সুখ বৌদ্ধ বিহারের সভাপতি মি:মংচিন থান,সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের সহ -সভাপতি মি:মংথান ও জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মি:তেমংথে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে পটুয়াখালী জেলার ১৪ টি বৌদ্ধ বিহারের ৫,৬০,০০০ হাজার টাকা এবং বরগুনা জেলার ১,৮০,০০০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।###তাং১১-০৮-২০২২ইং
মংচিন থান
০১৭১৬৩১৩১২৭


     এই বিভাগের আরো খবর