ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে কালের কণ্ঠের যুগপুর্তি পালন

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের যুগপুর্তি রাজবাড়ীতে পালন করা হয়েছে। নানা আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, দেশ সেরা প্রাথমিক শিক্ষককে সম্মাননা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ সব কর্মসূচী অনুষ্ঠিত হয়। রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা, রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইদা খানম, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য ও অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

পরে অর্ধশত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ এবং গত বছরের ২ অক্টোবর ঘোষিত “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯”-এ দেশের সেরা হওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বি ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর