ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

গোয়ালন্দে বটন ক্লীন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষ:

এস এম রাহাত হোসেন ফারুক রাজবাড়ী প্রতিনিধিঃ মাছের চাহিদা যোগান দিতে অল্প জমিতে বেশি উৎপাদন ও সাধারণ মানুষের বিনোদনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন পাড়া এলাকার ২৮০ বিঘা জমিতে গোয়ালন্দ ফিসারিজ এন্ড গোধূলি বিনোদন কেন্দ্র নির্মাণ করছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। এখানে বটম ক্লীন রেসওয়ে পদ্ধতিতে করা হচ্ছে মাছ চাষ। এতে উৎপাদন হচ্ছে চারগুনের বেশি। বেশি লাভ হওয়ায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে বটম ক্লী রেসওয়ে পদ্ধতি। প্রতিদিন দুর-দুরান্ত থেকে আসছেন নতুন নতুন উদ্যেক্তারা। গত বছরের মাঝামাঝি সময়ে এক বন্ধুর পরামর্শ নিয়ে এখানে সংযোজন করেন মাছ চাষের আধুনিক ও নতুন এক পদ্ধতি। যার নাম বটম ক্লীন রেসওয়ে পদ্ধতি। এই পদ্ধতিতে পুকুরের তলদেশে জমে থাকা আবর্জনা পরিষ্কার হবে। আবার রেসওয়ে মাধ্যমে তৈরি হবে অক্সিজেন। যা মাছকে দ্রুত সময়ে বৃদ্ধি করতে সহায়তা করবে। পরিক্ষামূলকভাবে একটি পুকুরে চাষ করে লাভবান হওয়ায় আরো তিনটি পুকুরে এই পদ্ধতিতে শুরু করেছেন মাছ চাষ। সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে চলছে এক বিশাল কর্মযোগ্য। আলাদা আলাদা ভাবে শ্রমিকেরা পুকুরের যত্ন নিচ্ছেন। এসময় গোয়ালন্দ ফিসারিজ ও গোধূলি বিনোদন কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে থাকা মো. নুরুল ইসলাম জানান, পুরাতন পদ্ধতিতে লোকসানের সম্ভাবনা রয়েছে। কিন্তুু আধুনিক এই পদ্ধতিতে লাভের সম্ভাবনা শতভাগ। বর্তমানে কার্প জাতীয় মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির, টেংরা, শিং,মাগুর , বাইম ও পাবদা মাছের চাষ করা হচ্ছে এখানে। আর মাছের রোগ বালাই নিধনে রয়েছে সার্বক্ষনিক নজরদারি। তিনি আরো জানান, এখানে প্রতিটি পুকুরের জন্য আলাদা আলাদা ভাবে শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রতিদিন আাশিজন শ্রমিক কাজ করছে এখানে। এদিকে গোয়ালন্দ ফিসারিজ এন্ড গোধূলি বিনোদন কেন্দ্র হিসেবে রুপ দিতে চলমান রয়েছে কাজ।গোয়ালন্দ পৌরসভার মেয়রের ইচ্ছা শুধু ব্যবসা নয় পাশাপাশি এলাকার মানুষকে বিনোদন দেওয়া। মানুষ যাতে একটু ভালো পরিবেশে হাটাচলা করতে পারে দুর থেকে মানুষ এসে একটু বিনোদন উপভোগ করতে পারে সে জন্যই গোয়ালন্দ ফিসারিজকে গোয়ালন্দ বিনোদন কেন্দ্র হিসেবে রুপ দেওয়ার কাজ চলছে। এছাড়াও গোয়ালন্দ ফিসারিজে নতুন পদ্ধতি অবলম্বন করায় এলাকার শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে। নতুন এই পদ্ধতি সম্পর্কে ধারনা নিতে প্রতিদিনই দুর দুরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। গোয়ালন্দ পৌরসভার মেয়র ও গোয়ালন্দ ফিসারিজ এন্ড বিনোদন কেন্দ্রের স্বত্তাধিকারী শেখ মো. নিজাম বলেন, রিয়াজউদ্দিন পাড়া এলাকার ২৮০ বিঘা জমিতে এই কাজ শুরু হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে, এতে লাভ বেশি হবে।


     এই বিভাগের আরো খবর