ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

খোকসার বেতবাড়িয়া পিয়াজের সাথে শত্রুতা করে ৪ বিঘা জমিতে বিষাক্ত ওষুধ প্রয়োগ!

সজল রায় খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামে
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের
শত্রুতায় ৪ বিঘা জমিতে ক্ষতিকারক বিষাক্ত ঔষধ প্রয়োগের ঘটনা ঘটেছে।

গত কয়েকদিন আগে বেতবাড়ীয়া ইউনিয়নের জাগলবা গ্রামের সোনা পাতিল বিলে লীজকৃত জমির পিঁয়াজের ক্ষেতে এই বিষাক্ত ক্ষতিকারক ঔষধ প্রয়োগ করা হয় বলে জানা যায়।

আরো জানা যায়, বেতবাড়ীয়া ইউনিয়নের জাগলবা গ্রামের কৃষক আব্দুল হাই খাঁ পিতা মৃত: আকুবার খাঁ ও মসলেম খাঁ পিতা: মৃত চাঁদ আলী খাঁ প্রতি বছরের ন্যায় এবারও অন্যের জমি লিজ নিয়ে পিঁয়াজ চাষ করছে। দরিদ্র কৃষক আব্দুল হাই ৮০ শতক জমিতে তার চাচাতো ভাই সমলেম আলী ৫০ শতক জমিতে পিঁয়াজ চাষ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাই বলেন, গত মঙ্গলবার ১৬/০২/২১ ইং তারিখে সকালে পিঁয়াজের ক্ষেত দেখতে গিয়ে হঠাৎ দেখেন পিঁয়াজ গাছ মরে যাচ্ছে। আরও বলেন, আমার ধারনা প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধাঁরে পিঁয়াজ গাছের উপর ক্ষতিকারক বিষাক্ত ঔষধ স্পে করিয়া ১৩০ শতক জমির পিঁয়াজ নষ্ট করে দিয়েছে। যার ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকার উপর।

কৃষক আব্দুল হাই জাগলবা গ্রামের মৃত আকবর আলী খাঁ ও মসলেম খাঁ পচায় হল মৃত চাঁদ আলী খাঁর ছেলে।
এ বিষয় নিয়ে খোজ খবর নিয়ে দেখা যায় এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে খোকসা থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই মোজাম্মেল হোসেন জানান, খোকসা থানায় সাধারণ ডায়েরি করেছে। তদন্ত করে দোষীদের বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খোকসা থানার সাধারণ ডায়েরি নাম্বর ৮৫৩।


     এই বিভাগের আরো খবর