ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

কেপিসির নবনির্বাচিত নেতৃবৃন্দ ও বিএফইউজের নবনির্বাচিত সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ কে অনলাইন প্রেস ইউনিটির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং বিএফইউজে-র নবনির্বাচিত সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটির কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ৷

গতকাল সোমবার (১৫ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রানার হাতে ফুলের তোড়া তুলে দেন অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সভাপতি শৈবাল আদিত্য৷ এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় উইমেন্স জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনলাইন প্রেস ইউনিটি, জেলা শাখার নেতৃবৃন্দ৷

অনলাইন প্রেস ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সহ-সভাপতি মিলন মাযহার, যুগ্ম-সম্পাদক নূর মোহাম্মদ রবিউল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুমেল, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক, প্রচার সম্পাদক সেলিম আহমেদ তাক্কু, প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, সদস্য জালাল খোকন, আব্দুর রহমান প্রমুখ৷

বক্তব্যে সাংবাদিক-নেত্রী আফরোজা আক্তার ডিউ তাকে অভিনন্দন জানানোয় অনলাইন প্রেস ইউনিটির জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াইয়ে সবসময় পাশে আছি, থাকবো ইনশাল্লাহ৷

কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, পেশাগতভাবে আমরা সকল সাংবাদিকেরা এক ও অভিন্ন৷ সুখেদুঃখে একে অন্যের পাশে থাকতে হবে৷ অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন সাংবাদিকতা একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়৷ পেশাগত দায়িত্ব পালনকালে সকল সাংবাদিকদের নিষ্ঠা ও সততার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি৷

অনলাইন প্রেস ইউনিটির জেলা সভাপতি শৈবাল আদিত্য তার বক্তব্যে বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের দামে কেনা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আজ পঞ্চাশ বছর পূর্ণ করেছে৷ সাংবাদিকতা বিশেষ করে অনলাইন সাংবাদিকতা পেশাকে একদল কুচক্রীমহল কলুষিত করার চেষ্টায় লিপ্ত আছে৷ সকলকে এ ব্যাপারে সচেতন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে৷
আগামী দিনগুলোতে জেলার সকলস্তরের সাংবাদিকদের পেশাগতভাবে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের অধিকার আদায় ও মফস্বল সাংবাদিকতার মানোন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি৷


     এই বিভাগের আরো খবর