ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

কুমারখালীর বাধবাজারে সরকারী জায়গা দখলে প্রতিবাদ করায় শামসুজ্জামানের পরিবারের উপর বিএনপি ক্যাডারদের হামলা:

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাধবাজার স্কুল মাঠের সরকারি জমি দখলে বাধা দেওয়ার কারনে পশ্চিম নগর সাওতা গ্রামের মসজিদ কমিটির সাধারন সম্পাদক মৃত খন্দকার আক্তার উদ্দিনের ছেলে খন্দকার সামছুজ্জামান (৬০) ও তার ছেলে তুষার (২৮), আরেক ছেলে আদনান (১৮) এবং মসজিদ কমিটির সভাপতি মৃত সোনা মোল্লার ছেলে গোলাম মোর্তজা (৬২)ও তার ছেলে নাহিদ (২৫) সর্ব সাং পশ্চিম নগর সাওতা কে পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা চালিয়ে বেধরকভাবে মারপিট করে গুরুতর জখম করেছে একই এলাকার মৃত মোতাসসামের ছেলে চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু (৬০), চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মৃত মকলেসুর রহমানের ছেলে জামিম (৩৫), মৃত আকুল সেখের ছেলে মিজানুর রহমান মুসা (৪০), নাসির উদ্দিনের ছেলে শরিফ (৩৫), রাজ্জাকের ছেলে ও মুসার ভাতিজা শাকিল (২২), মৃত ওসমানের ছেলে দুলাল (৩৫), সুটকার ছেলে টিটু (৩৫), রুহুল (৩০) ও ওমর (৫৫)। অভিযোগ সুত্রে জানা যায়, কয়েকমাস আগে বাধবাজার সংলগ্ন স্কুল মাঠের ফুটবল খেলার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মান করছিলো মিজানুর রহমান মুসা সহ উল্লিখিত বিএনপির নেতা ও কর্মীরা। এ সময় এলাকার একমাত্র খেলার মাঠ অবৈধভাবে দখল করে ঘর নির্মান করতে বাধা দেয় মসজিদ কমিটির সাধারন সম্পাদক খন্দকার সামছুজ্জামান সহ এলাকাবাসীরা।এ নিয়ে মুসা সহ বিএনপির ক্যাডারদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। তারই জের ধরে গত ১০ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক মুসা সহ বিএনপির ক্যাডাররা মসজিদ আর ঈদগাহ এর জায়গা কোন কারন ছাড়াই মাপিমাপি করতে থাকে। এ সময় মসজিদ কমিটির সাধারন সম্পাদক খন্দকার সামছুজ্জামান ও সভাপতি গোলাম মোর্তজা সহ তাদের পরিবারের লোকজন দেখতে গেলে আচমকাভাবে তাদের মারপিট করে হাত পা এবং মাথা ফাটিয়ে রক্তাত্ব জখম করে।বর্তমানে আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার যথাযথ কতৃপক্ষের নিকট বিচারের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর