ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় মেহেরপুরে অস্ত্রধারী আনসার মোতায়েন:

মেহেরপুর প্রতিনিধি”:- সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় তাদের বাসভবনে আনসার সদস্য মোতায়েন শুরু হয়েছে। শনিবার বেলা বারোটার দিকে মেহেরপুর তিন উপজেলায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় ৪ জন করে ১২ জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম তিনটি উপজেলায় অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন সম্পন্ন করেছে। এ বিষয়ে জেলা আনসার ও ভিডিপি বলেন, জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী মেহেরপুর ৩টি উপজেলায় ইউএনওদের নিরাপত্তায় শনিবার বেলা বারোটা থেকে ৪জন করে ১২ জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়। আমরা ইউএনদের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা মাসুদুল আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার দুপুর থেকেই আমার বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সমন্বয়সহ মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করতে হয়। এ কারণে কিছু অসাধু মানুষ আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ক্ষতিসাধন করতে পারে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। জেলা প্রশাসক ড মোঃ মুনসুর আলম খান বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আনসার কমান্ড্যান্ট থেকে সরকারি নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর গত বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আনসার সদস্য নিয়োগের ঘোষণা দেন। ওইদিন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমকে দেখে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর