ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

ইবিতে অস্থায়ী চাকুরীজীবিদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে আন্দোলনঃ

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকুরীজীবিদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২৩ জুন বুধবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে তাঁরা চাকুরী স্থায়ীভাবে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় চাকরিপ্রার্থীরা বিভিন্ন অফিসের ফাইলগুলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের বাস ভবনে নেওয়ার সময় তা থামিয়ে দেন ও অস্থায়ী চাকরিজীবীদের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কোন ফাইল ভিসির বাসভবনে যাবে না বলে দাবি করেন। চাকুরী প্রত্যাশীরা বলেন, ভিসি প্রফেসর শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগের পরে আমাদের বিষয়টি সুরাহা করার আশ্বাস দিয়েছিলেন। তবে গত মাসে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী করার জন্য কোনও উদ্যোগ নেয়নি। শীঘ্রই তাদের দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন বলেও জানান।

তারা আরো বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গত ১৩ জুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে প্রচলিত সশরীরে নিয়োগ পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণ সম্ভব না হলে অনলাইনে নিয়োগ পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণ করা যাবে।

প্রায় ৩০ জন চাকরিপ্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীও রয়েছেন।

ইবি ভিসি অধ্যাপক শেখ আবদুস সালাম বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকুরী প্রার্থীদের বিষয়টি খতিয়ে দেখতে ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি ৭ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটি থেকে রিপোর্ট পাওয়ার পরে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।


     এই বিভাগের আরো খবর