ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ Headline Bullet সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে Headline Bullet রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান Headline Bullet রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক Headline Bullet দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ১৫শ নারীদের মাঝে উওরন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Headline Bullet মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগনের পাশে আছে —————– পুলিশ সুপার কামাল হোসেন Headline Bullet রেলের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি নেই: রেলমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান Headline Bullet ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য আটক

ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় রোগী বহনে এ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান তৌহিদুল মন্ডল

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় দ্রুত রোগী বহনে এ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।

(৮ অক্টোরব)শুক্রবার বিকেলে উপজেলা মহদীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঠুটিয়াপাকুর দাখিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্সের চাবি ইউনিয়নবাসীর হাতে হস্তান্তর করা হয়।

মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জান্নাতুল নবী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক শাহ্ জালাল মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন।

চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, গত নির্বাচনে ইউনিয়নবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা প্রায় সবগুলোই বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। ইউনিয়নবাসীর যাতে চিকিৎসা সেবায় রোগী বহনে কষ্ট না পায় সেজন্য একটি এ্যাম্বুলেন্স উপহার দিলাম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নবাসী এ্যাম্বুলেন্স পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে বলেন, এ নির্বাচনেও আমরা তৌহিদূল ইসলাম মন্ডলকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

শেষে অত্র ইউনিয়নবাসীর হাতে এ্যাম্বুলেন্সের চাবি উপহার হিসেবে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সহ অন্যান্য অতিথিবৃন্দসহ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।


     এই বিভাগের আরো খবর