ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ()
শিরোনাম
Headline Bullet আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ Headline Bullet দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী Headline Bullet কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Headline Bullet রাজবাড়ীতে চিত্রনায়িকা রোজিনার ঈদ উপহার বিতরণ Headline Bullet পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-০১ Headline Bullet কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতন Headline Bullet বালিয়াকান্দিতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৫আসামী গ্রেপ্তার Headline Bullet  পবিত্র রমজানে ঘাস দিয়ে ইফতার করছেন ফিলিস্তিনিরা Headline Bullet কাল  হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল Headline Bullet সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬:

নাটোরের তেবাড়িয়া হাটে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। রবিবার বিকেলে শহরতলীর তেবাড়িয়া হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-আওয়ামী লীগ নেতা বাবুল প্রামাণিক (৬৫), তার স্ত্রী সফুরা বেগম (৫০), পুত্রবধূ পুরনি বেগম (২২), কেয়া বেগম (২১), ছেলে সুজন প্রামাণিক (২৮) ও বাসার কেয়ারটেকার আনোয়ার (৫০)। আহতদের চিকিৎসার জন্য নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সাথে সাবেক ইউপি সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবুল মেম্বরের ছেলেদের বিরোধ চলে আসছিল। রবিবার তেবাড়িয়া হাটের ছাগল হাটায় বাবুল মেম্বরের ছেলে সুজন আওয়ামী লীগ নেতা নাজমুলকে মারধর করে। এ ঘটনায় নাজমুল হোসেনের সমর্থকরা বাবুল মেম্বরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

যুবলীগ নেতা শফিকুল ইসলাম জানান, রবিবার বিকেলে বেশ কয়েকজন লোক বাসায় প্রবেশ করে হামলা এবং ভাঙচুর করে। আমাদের না পেয়ে আমার অসুস্থ বাবা-মাসহ বাসার নারীদের মারধর করা হয়। আমার বাসায় তারা লুটপাট চালিয়ে নগদ টাকা র্স্বণালংকার নিয়ে চলে যায়। 

নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রবিবার বিকেলে প্রতিপক্ষ বাবুল মেম্বরের ছেলে সুজন তাকে মারধর করে। এতে আমাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় বাড়িঘরে হামলা বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

নাটোর থানার ওসি জাঙ্গাঙ্গীর আলম জানান, দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় কিছু বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে তেবাড়িয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহেল, মিজানুর রহমানের ছেলে নোহান, মৃত নাজমুল সরকারের ছেলে নয়ন ও হুগোলবাড়িয়া এলাকার বাবুল প্রামাণিকের ছেলে রতনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে এ বিষয়ে বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলেও জানান নাটোর থানার এই ওসি।


     এই বিভাগের আরো খবর