এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ৩০০ শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
ডিবি ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, এর নেতৃত্বে (২ জানুযারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিঠু ফকির, এএসআই মোঃ আব্দুল লতিফ, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানাধীন চরঝিকড়ী জনৈক তাছেম মন্ডলের বাড়ির উঠান হইতে পাংশা উপজেলার চরঝিকড়ী গ্রামের সেনগ্রাম পাড়ার মৃত জসিম প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক(৪৫),কে ৩০০ (তিনশত) পিছ ইয়াবা ট্যাবলেট (যাহার মূল্য অনুমান মোট-৯০,০০০/-টাকা) সহ গ্ৰেফতার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে।আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরন করেছে।