মেহেরপুর প্রতিনিধি ্\ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোভিপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সাবেক মেম্বার ও যুবলীগের সভাপতি আসানুর রহমান গোপাল, আওয়ামী লীগ নেতা মুসাদ, চায়েন আলি, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ। আলোচনা সভা পরবর্তী নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।