এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজশাহী-গোপালগঞ্জ রেল রুটের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম, আবু কেচির শেখ ওরফে কেচির পাগল (৩৫)। সে উপজেলার বেতেঙ্গা গ্রামের আসমত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেচির শেখ একজন প্রতিবন্ধী কৃষক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বাজার থেকে ট্রেন লাইন দিয়ে বাড়ী ফিরছিল। গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া অসাবধানতাবশত কাটা পড়ে মারা যান। এতে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানান, বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন প্রতিবন্ধী কৃষক।