এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিসহ গ্রেফতার ২
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে,(২৬ নভেম্বর) শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই মোঃ হেমায়েত হোসেন, এসআই সনজিব জোয়াদ্দার, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন দূর্গাপুর সাকিনস্থ বাসস্ট্যান্ডে জনৈক আকরাম এর দোকানের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া মহাসড়কের উপর হতে, ০১। মোঃ রাসেল মল্লিক(২২) পিতা-মোঃ নজর আলী, সাং-ধলসা, ইউপি-ছাতিয়ান ০২। মোঃ জীবন মন্ডল(২৩), পিতা-মোঃ জাফর মন্ডল, সাং-কুসাবাড়ীয়া, ইউপি-আমলা, উভয় থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়েকে মোট ৭০(সত্তর) বোতল ফেন্সিডিল (যাহার মূল্য অনুমান ১,৪০,০০০/- টাকা) সহ গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।