এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ৫ মাদক সেবনকারী গ্রেফতার।
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে,
(১৪মার্চ) মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দয়াল নগর সাকিনস্থ ফকির নিকবর সাহার বসত বাড়ীর দক্ষিন দুয়ারী চৌচালা টিনের ঘরের বারান্দার পশ্চিম পাশে হইতে মাদক সেবনকারী ১। মোঃ আমিনুর ইসলাম ঠান্ডু(৩৪), পিতা-মোঃ আজিমুদ্দীন সরদার গেদা, সাং-দয়ালনগর, ২। মোঃ মোতালেব মন্ডল(৩৬), পিতা-মৃত নুর আলী মন্ডল, সাং-দূর্গাপুর, ৩। মোঃ এনামুল শেখ(৫০), পিতা-মৃত আমির শেখ, সাং-বেথুলিয়া ডাঙ্গী পাড়া, ৪। মোঃ মতিয়ার রহমান শেখ(৩৮), পিতা-মৃত খালেক শেখ, সাং-কাজীবাধা, ৫। খন্দকার জাকির হোসেন(৫০), পিতা-মৃত খন্দকার আঃ হান্নান, সাং-বাগমারা খন্দকার পাড়া, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়া নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টসহ বিরক্তিকর আচরণ করায় গ্রেফতার করা হয়েছে। এদের নামে মামলা রুজু করা হয়।বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।