এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ বোনের বাড়ি পাংশার বাগদুলি গ্রামে যান নাজমা শনিবার। পরদিন থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে বিলপাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় এলাকার লোকজন।
রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে নাজমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মাজবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের কাশমিয়া বিলপাড় থেকে সোমবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নাজমা বেগমের বাড়ি মাজবাড়ি ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন।
তার পরিবার জানায়, শনিবার বোনের বাড়ি পাংশার বাগদুলি গ্রামে যান নাজমা। পরদিন থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে বিলপাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় এলাকার লোকজন।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, নাজমা বেগমের গলায় ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।