রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক সামসুল আলম বাবলু হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
(২৮ নভেম্বর) সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন এই রায় ঘোষণা করেন।
ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন, রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু ও স্থানীয় সন্ত্রাসী সানোয়ার রহমান জকি। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সানোয়ার রহমান জকি পলাতক রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত জামাল মিয়ার ছেলে ইয়াকুব, বাবলু মিয়ার ছেলে রানা, কালুখালী উপজেলা হুগলাডাঙ্গী এলাকার আকমল বিশ্বাসের ছেলে রশিদ, রাজবাড়ী পৌরসভার আজিজ দেওয়ানের ছেলে শাহিন ও বেড়াডাঙ্গা এলাকার আজিজ খানের ছেলে ফরহাদ হোসেন বাপ্পি। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রানা ও ফরহাদ হোসেন বাপ্পি পলাতক রয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন, খাইরুল, উজ্জ্বল, আরিফ ও কুলি।
মামলার বাদি নিহত সামসুল আলম বাবলু ছোট ভাই শহিদুর রহমান এবং বাবলু স্ত্রী ডেইজী আক্তার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা এ রায় দ্রুত বাস্তবায়ন চান।
বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। মামলার রায়ে তারা সন্তুষ্ট।
আসামিপক্ষের আইনজীবী বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।