রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে দুই দিন ব্যাপী বাংলা উৎসব অনুষ্ঠানের লক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৫ জানুয়ারী) বুধবার রাজবাড়ী একাডেমির আয়োজনে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চা কেন্দ্র ঘরছাড়ায় এ সাংবদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন, রাজবাড়ী একাডেমির সাধারন সম্পাদক ডাঃ মোঃ ইকবাল হোসেন।
জানাগেছে, রাজবাড়ী একাডেমির উদ্দ্যোগে দুই দিনব্যাপী ৮ম বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে ।
দুই দিনব্যাপী উৎসবে থাকবে বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ব্যাকরণের উপর বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা। থাকবে ভাষা ও সাহিত্যের দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্র। এছাড়াও থাকবে আবৃত্তি, বাংলা উচ্চারণ, শিক্ষার্থীদের অনুপ্রেরনামূলক সেশন এবং সাংস্কৃতিক সন্ধ্যা। এই উৎসবে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করবে।
উল্লেখ্য, (২৭ জানুয়ারী) সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দুই দিনবাপী বাংলা উৎসব।